শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ভোট পড়ে ১৭৪টি । ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান এবং নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন।
I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉