ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন

ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন

ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন

  • ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান এবং নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন।
  • ইমরান আহমদ খান নিয়াজি (উর্দু: عمران احمد خان نیازی ‎‎) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক।
  • খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।
  • অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন ইমরান খান বিশ্ব ক্রিকেটের সর্বকালের ।
  • পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে তার অধিনায়কত্বে ।
  • ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
  • ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে অপসারিত হন।

জন্ম ও পরিচয়ঃ

  • ইমরান খান ১৯৫২ সালের ৫ অক্টোবর অথবা ২৫ নভেম্বর লাহোর, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।

রাজনীতিঃ

  • ইমরান খান ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯৬ সালে রাজনীতির ময়দানে আসেন
  • পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ১৯৯৬ সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন দুর্নীতি বিরোধী স্লোগানে।
  • পরের বছর ১৯৯৭ সালে তিনি নির্বাচনে দুটি কেন্দ্র থেকে দাঁড়ালেও দুটিতেই হেরে যান।
  • ইমরান খান ২০০২ সালে নির্বাচনে জয়ী হন।

One thought on “ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন

  1. I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *