ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান এবং নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন।
ইমরান আহমদ খান নিয়াজি (উর্দু: عمران احمد خان نیازی ) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক।
খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।
অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন ইমরান খান বিশ্ব ক্রিকেটের সর্বকালের ।
পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে তার অধিনায়কত্বে ।
২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে অপসারিত হন।
জন্ম ও পরিচয়ঃ
ইমরান খান ১৯৫২ সালের ৫ অক্টোবর অথবা ২৫ নভেম্বর লাহোর, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।
রাজনীতিঃ
ইমরান খান ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯৬ সালে রাজনীতির ময়দানে আসেন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ১৯৯৬ সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন দুর্নীতি বিরোধী স্লোগানে।
পরের বছর ১৯৯৭ সালে তিনি নির্বাচনে দুটি কেন্দ্র থেকে দাঁড়ালেও দুটিতেই হেরে যান।
ইমরান খান ২০০২ সালে নির্বাচনে জয়ী হন।
Post Views:416
One thought on “ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন”
I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉
I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉