ফাতিহা আরবি শব্দ “ফাতহুন” শব্দজাত যার অর্থ “উন্মুক্তকরণ”, শুরু করা।
সূরা ফাতিহার আরো অনেক নাম করণ করা হয়েছে যেমনঃ ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, উম্মুল কুরআন, সূরা আল হামদ্, আস্-সাব্’য়ুল মাসানী (বা বহুল পঠিত সাত আয়াত বলা হয়।) যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয়।
সূরার নাম : আল ফাতিহা অবতীর্ণঃ শ্রেণী : মাক্কী (মক্কায় অবতীর্ণ ১ম পূর্ণাঙ্গ সূরা) অবতীর্ণ হওয়ার সময় : হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রারম্ভিক বছরগুলোয় সূরার ক্রম : ১ (১ম) আয়াতের সংখ্যা : ৭ রুকুর সংখ্যা : ১ শব্দ : ২৫ বর্ণ : ১১৩
সূরা ফাতিহা নাযিলের সময়কালঃ
সূরা ফাতিহা হযরত মুহাম্মাদ (সা) আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াত লাভের একেবারে প্রথম (শুরু দিকের) যুগের সূরা। বরং হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই হযরত মুহাম্মাদ (সা.) এর ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল। সেগুলো সূরা ‘আলাক্ব’, ‘মুদ্দাস্সির’, ও ‘মোজ্জাম্মিল’ ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।
Post Views:345
2 thoughts on “সূরা আল-ফাতিহা । Surah Al-Fatiha। سورة الفاتحة”
I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉
I must thank you for the efforts you have put in writing this blog. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉
Thanks for your blog, nice to read. Do not stop.